মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাবেক শিক্ষার্থী মন্ত্রী নূরুল মজিদের জানায় মানুষের ঢল

❒ লাশের হাতে হ্যান্ডকাপ দেখে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না

প্রকাশ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৪:০০ পিএম
:
Shornolota_2025-09-30_68dc06f4ceebe.JPG

❒ সাবেক শিক্ষার্থী মন্ত্রী নূরুল মজিদের জানায় মানুষের ঢল ছবি:

নরসিংদী-৪ আসনের সাবেক এমপি ও শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় হাজারো মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষবিদায় দিতে উপস্থিত হন। জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম ব্রাহ্মণহাটার পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয়।

এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান নূরুল মজিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

এদিকে, মৃত্যুর পরও হাতে হ্যান্ডকাপ দেখে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ ঝাড়লেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি লিখেছেন-খুব কষ্ট পেলাম, মৃত্যুর পরও হাতে হ্যান্ড দেখলাম। 

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফেসবুকে আমি হুমায়ুনের লাশের ছবি দেখলাম। হাতে হ্যান্ডকাফ পরানো। পাশে দাঁড়িয়ে দুজন আনসার গল্প করছে। খুব কস্ট পেলাম, লাশের হাতে হ্যান্ডকাফ! এ কেমন অমানবিকতা!’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝