মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ভোক্তা অধিকারের অভিযান

যশোর শহরে টেস্টি ট্রিট কনফেকশনারীসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:০৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-27_68d7e120dde14.jpeg

❒ যশোর শহরে টেস্টি ট্রিট কনফেকশনারীসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা ছবি:

যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার এম.কে রোড ও ভাতুড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এম.কে রোডের টেস্টি ট্রিট কনফেকশনারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের ‘প্রাণ পটেটো স্পাইসি বিস্কুট’-এর একটি প্যাকেটে ১৬ প্যাকেট থাকার কথা থাকলেও খোলার পর ১৫টি প্যাকেট পাওয়া যায়। অন্যদিকে ভাতুড়ি বাজারের নিউ বাধন ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের খাবারের প্যাকেটে ১৯২ গ্রাম ওজন থাকার কথা থাকলেও মাপজোখে পাওয়া যায় ১৭৯ গ্রাম। কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যক্রম প্রতারণামূলক এবং ভোক্তা অধিকার বিরোধী।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝