মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুয়াকাটায় এক ইলিশ প্রায় ৬ হাজার টাকায় কিনলেন মাছ ব্যবসায়ী,তার প্রত্যাশা ঢাকায় আরও বেশি দামে বিক্রি হবে
প্রকাশ : সোমবার, ১৮ আগস্ট , ২০২৫, ১০:২৫:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-08-18_68a354965b442.JPG

❒ কুয়াকাটায় এক ইলিশ প্রায় ৬ হাজার টাকায় কিনলেন মাছ ব্যবসায়ী ছবি:

কুয়াকাটায় সাগরে ধরা পড়া একটি ইলিশ প্রায় ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। ১ কেজি ৮৮০ গ্রামের ইলিশ মাছটি গঙ্গামতি এলাকার মো. বাবুল মাঝির জালে ধরা পড়ে। সোমবার (১৮ জুলাই) দুপুরে সমুদ্রে গিয়ে জাল তুলতে গিয়ে ইলিশ মাছটি পান তিনি।

কুয়াকাটা মেয়র বাজারে মাছটি নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে ৫ হাজার ৮৭৫ টাকায় মাছটি কিনে নেন সানজিদা ফিস রফিক পাটোয়ারী নামের এক মৎস্য ব্যবসায়ী। তিনি জানান, মাছটি ঢাকায় বিক্রির জন্য রেখেছেন।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়ার তীরবর্তী এলাকায় খুটা দিয়ে মাছটি শিকার করে নিয়ে এসেছে ওই জেলে। পরে বিক্রির জন্য নিয়ে আসেন বাজারে। তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেবো।

এদিকে, মাঝি বাবুল জানান, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে আমি অনেক টাকায় বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরও কমে আসবে বলেও জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝