রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে বাসচাপায় স্কুলছাত্রী ফারিয়ার মৃত্যু,বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ১০:১৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-30_688a46657c40e.jpg

যশোর-মাগুরা মহাসড়কে বাসচাপায় আহত স্কুলছাত্রী ফারিহার মৃত্যুতে ফুঁসে উঠেছেন এলাকাবাসীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঘাতক বাসচালকের বিচারের দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহত্তর খাজুরার শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন এম এম কলেজ ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে অংশ নেন এলাকাবাসী।

মানববন্ধনে নিহত ফারিহার সহপাঠী ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম হোসেন, মনীন্দ্রনাথ স্কুলের শিক্ষার্থী নয়ন হোসেন, জাকি, মো. রাফি, নিহত ফারিহার ভাই জিতু ও রুবেল হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের ছোট বোন ফারিহার মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং এটি একটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড।” তাঁরা এই ঘটনার বিচার দাবি করেন এবং দোষী চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান জানান।

এছাড়া, বারোবাজার হাইওয়ে পুলিশের ওসির পদত্যাগ, বাস মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার দাবি তোলেন বক্তারা।

বক্তাদের দাবি, শুধু বিচার নয়, সার্বিকভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝