রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরের আয়শা পল্লী মাদক পল্লীতে পরিণত!
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৯:৫৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-30_688a40792372e.jpg

যশোর শহরের পালবাড়ি আয়শা পল্লী ও গাজীরহাট এলাকার স্থানীয় একাধিক যুবক মাদক কারবারীতে জড়িয়ে পড়েছে। তারা এলাকাটি মাদক পল্লীতে পরিণত করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের ম্যানেজ করে তারা রমরমাভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে-এমন অভিযোগ সচেতন মহলের।

ওপেন মাদক বেচাকেনায় যশোর পালবাড়ি আয়শা পল্লী ও গাজীরহাট মাদক পল্লীতে পরিণত হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে আসাদুজ্জামান অমি, একে, এম ফজলুল হক তালুকদার, হাঁস হাসান, রিঙ্কু গাজীসহ আরো অনেকে ওপেন মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে আরো জড়িত রয়েছেন মোহন, পিকুল, বিপুল, জব্বার ও তার দুই জামাতা, সুজন ও বাপ্পি, এবং ড্রাইভার মুকুল ও শওকত, প্রায় ১২/১৩ জন মিলে এই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। ওপেন মাদক বেচাকেনার কারণে ঐ এলাকার স্কুল-কলেজের ছাত্ররা ও মাদক সেবনে আসক্ত হচ্ছে মাদক সেবনের ফলে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে যুবকরা। একাধিক যুবকের সমন্বয়ে এই মাদক ব্যবসার কারণে স্থানীয় লোকজনের উপরে অস্বাভাবিক আচরণ করছে মাদক কারবারিরা। এ বিষয়ে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

উপ-পরিচালক আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ নেব।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝