রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যশোরে মতবিনিময় সভা
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৯:৩৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-30_688a3c715cbc5.jpg

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। যার শিরোনাম ছিল “আগামীর যশোর যেমন দেখতে চাই”। ‘যশোর কমিউনিটি’ আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নাগরিক ভারীয়ান হাসার।

প্রধান অতিথি নাগরিক ঐক্যের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন,“যশোরের ইতিহাস সাহস ও প্রতিবাদের। মানবিকতা, শিক্ষা, প্রযুক্তি ও ন্যায়ের ভিত্তিতে এক নতুন যশোর গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি রাজনৈতিক বিশ্লেষক মারুফুল ইসলাম বলেন, “যশোরকে হতে হবে রাজনৈতিকভাবে সচেতন, সংগঠিত ও প্রগতিশীল।”

সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুল কাদের তরুণদের সমাজ বদলে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

মাওলানা শোয়াইব হোসেন ধর্মকে সম্প্রীতির উৎস হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শিল্প-সংস্কৃতির প্রসারে সম্মিলিত প্রয়াসের কথা বলেন ফেরদৌস পরশ।

সভায় আরও বক্তব্য রাখেন বেনজিন খান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, খালিদ সাইফুল্লাহ জুয়েল, শেখ ফরহাদ রহমান মুন্না, মাসুম বিল্লাহ, ফেরদাউস হাবিব কলিন্স, মুফতি আবু জ্বর বিন হাফিজ, কামরুন্নাহার নিপা, আরিফ ফয়সালসহ অনেকে।

বক্তারা বলেন, একটি নিরাপদ, আধুনিক ও মানবিক যশোর গঠনে রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক দায়িত্ববোধ এবং প্রশাসনিক জবাবদিহিতা জরুরি। নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার বিষয়েও জোর দেন তারা।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝