রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৮:৪১:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-30_688a2f5cb412f.jpeg

এনসিসি ব্যাংক পিএলসি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার (৩০ জুলাই) সকালে যশোর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশে ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোরে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ৩২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি, বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের যশোর শাখার ম্যানেজার তৌহিদুর রহমান (এসএভিপি), এফএ ভিপি ম্যানেজার সাদ উদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এমরান হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজলিন আনোয়ার, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার দেবনাথ, বিল্লাল হোসেন, শাহিদা আক্তার, মাকসুদুর রহমান, মহিদুল হক সিপনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরণের উদ্যোগ নিয়মিতভাবে চলমান রাখার আহ্বান জানান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝