রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সোনার মালিক ঢাকার দোলাইরপাড় পাচার সিণ্ডিকেট

যশোরে সোনার বারসহ রাজবাড়ীর জাহিদ আটক
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৫:৪২:০০ পিএম
:
Shornolota_2025-07-30_688a15088573c.JPG

❒ যশোরে সোনার বারসহ রাজবাড়ীর জাহিদ আটক ছবি:

যশোরে স্বর্ণের দুটি বারসহ রাজবাড়ীর বালিয়াকান্দির দোপপাড়ার বাসিন্দা জাহিদ মন্ডল ধরা পড়েছে। আজ বুধবার (৩০ জুলাই) যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটির মুরাদগড় বাজার এলাকা থেকে বিজিবি তাঁকে আটক করে। 

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের মাহমুদ প্রোফেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার ওপর থেকে ৪২০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটক জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার দোলাইরপাড় এলাকার চোরাকারবার সিণ্ডিকেট তাকে সোনার বারগুলো দিয়েছিল। তিনি বহনকারীর কাজ করেন। 

আটক করা সোনার মূল্য ৬১ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝