সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোর হাসপাতালে রোগীর টাকা চুরির অভিযোগে ঝিনাইদহের এক নারী আটক দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছি-এনসিপির আদীব ‘যে সরকার একটা বাসস্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না,তারা নির্বাচন কীভাবে ট্যাকেল করবে-প্রশ্ন জামায়াতের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস-মির্জা ফখরুল শার্শায় জামায়াত ছেড়ে ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান খুলনায় সেতুর নিচেই ভাসছিল সাংবাদিক বুলুর লাশ এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনো দেবেন না যশোর টিবি ক্লিনিকপাড়ায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার যশোরে কৃষক সমাবেশে বিল হরিনা রক্ষার দাবি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প,সুনামি সতর্কতা জারি
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৩:৪৮:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2025-07-30_6889ea9fc5622.JPG

❒ রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ছবি:

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি “গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প”।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।

এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।”

এদিকে জাপানও তার পূর্ব উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা বলছে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে সুনামির সতর্কতা জারি করেছে।

লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝