রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেনাপোল বন্দরে হাত পেতে আনসার সদস্যদের চাঁদা আদায়,প্রথম ধাপে ৬৫ জনকে প্রত্যাহার

❒ বাকিদেরও পর্যায়ক্রমে ছাড়তে হবে বেনাপোল,পার পাবে না পিমার সদস্যরাও

প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৩:৩৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-30_6889e80c4371f.jpg

❒ ট্রাক থেকে হাত পেতে চাঁদা আদায়ের দৃশ্য ক্যামেরা বন্দি ছবি:

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ জন আনসার সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে। বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার অসিত কুমার সত্যতা নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষায় প্রথম ধাপে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে অনত্র বদলি করা হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছে। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।

গত কয়েকদিন আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন উর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৬৫ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, বন্দরে আমদানি, রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নামে ট্রাক প্রতি তারা ২০ থেকে ৪০ টাকা চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে।

অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদা আদায়ের সত্যতা পেয়ে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার কার্যক্রম শুরু করেছে। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝