শিরোনাম |
❒ মাদকবিরোধী অভিযান
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন মাছবাজার বস্তি ও চলিশিয়া প্রাইমারি স্কুল এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াবা বহনের অভিযোগে নওয়াপাড়া রেলস্টেশন মাছবাজার বস্তির মোঃ লিটন সরদার ওরফে কালাচাঁনের (৩৪) বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্টের মাধ্যমে চলিশিয়া এলাকার মোঃ আঃ সাত্তার (৬৫) ও ধোপাদী দক্ষিণ পাড়ার মোঃ সুমন মোল্লা (৩৫) কে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।