শিরোনাম |
যশোর শহরের বকচর এলাকায় ট্রাকচাপায় হাজেরা খাতুন (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল ছয়টার দিকে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা খাতুন যশোর সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম আব্দুল বারী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাস্তা পার হওয়ার সময় মনিহার থেকে মুরলিগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চালক বা যানবাহনটির পরিচয় এখনও পাওয়া যায়নি।