রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ফেসবুক পোস্টের কমেন্টে অভিনেত্রী মনিরা মিঠু

‘ভয় নেই শিখা,আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো
প্রকাশ : শনিবার, ২৬ জুলাই , ২০২৫, ০১:৩০:০০ পিএম
স্বর্ণলতা বিনোদন ডেস্ক:
Shornolota_2025-07-26_6884848ac3fa4.JPG

❒ টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা ও মনিরা মিঠু ছবি:

বাংলাদেশের টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা সম্প্রতি অভিনয়ের অভাবে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। গত আড়াই মাস ধরে তার হাতে কোনো কাজ নেই, যা তার জীবনে এক নতুন সংকট তৈরি করেছে। এই পরিস্থিতিতে তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তার হতাশা প্রকাশ করেছেন। মৌ শিখা জানান, ‘আমি মৌ শিখা। অনেক বছর ধরে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।’


অভিনেত্রী আরও বলেন, ‘আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী?’ তিনি জানান, অভিনয় করেই তার সংসার চলে এবং বর্তমানে তার আয়ের আর কোনো উৎস নেই। মৌ শিখা বলেন, ‘আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ আমাকে মনে রাখবে, হয়তো বলবে— আহা রে, মহিলা তো কত ভালো ছিল!’


তিনি তার সহকর্মীদের কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, ‘আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।’ মৌ শিখার এই পোস্টে তার ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। মনিরা মিঠু জানান, ‘ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খেতে চাইবে।’ মৌ শিখা এই প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি কিন্তু রাজি আছি আপা যেকোনো সময়।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝