রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কারিনা ২৪ বছরের ছোট নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে

❒ চরিত্রের প্রয়োজনেই অভিনয়ে রাজি হওয়া

প্রকাশ : শনিবার, ২৬ জুলাই , ২০২৫, ১১:৩৮:০০ এ এম
স্বর্ণলতা বিনোদন ডেস্ক:
Shornolota_2025-07-26_68846ad515d9c.JPG

২৪ বছরের ছোট এক তরুণের সঙ্গে ‘খোলামেলা দৃশ্যে’ অভিনয় করতে দেখা যাবে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী কারিনা কাপুরকে। আর এই খবরটি কারিনাকে নিয়ে এসেছে আলোচনায়।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, চরিত্রের প্রয়োজনেই এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছেন কারিনা।

কারিনার বয়স ৪৪, তরুণ অভিনেতার নাম প্রকাশ না করে বলা হয়েছে, তিনি পা রেখেছেন ২০ বছরে।

এই সিনেমায় কারিনাকে ভূতের চরিত্রে পাবে দর্শক।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন হুসেইন দলাল, যিনি ‘ব্রহ্মাস্ত্র ১’ সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন। তবে সিনেমার নাম এখনো প্রকাশ করেনি নির্মাতা টিম।

নায়িকার সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে এর মধ্যে সমালোচিত হয়েছেন রাণবীর সিং। ‘ধুরন্ধর’ সিনেমার নায়ক রাণবীর পা দিয়েছেন চল্লিশে; আর তার বিপরীতে সারা অর্জুন এই নায়কের চেয়ে ২০ বছরের ছোট।

অনেকে বলছেন, রাণবীর সালমান খানের পথ অনুসরণ করছেন। এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমায় সালমান জুটি বাঁধেন তার চেয়ে ৩১ বছরের ছোট রাশমিকা মানদানার সঙ্গে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝