সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোর হাসপাতালে রোগীর টাকা চুরির অভিযোগে ঝিনাইদহের এক নারী আটক দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছি-এনসিপির আদীব ‘যে সরকার একটা বাসস্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না,তারা নির্বাচন কীভাবে ট্যাকেল করবে-প্রশ্ন জামায়াতের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস-মির্জা ফখরুল শার্শায় জামায়াত ছেড়ে ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান খুলনায় সেতুর নিচেই ভাসছিল সাংবাদিক বুলুর লাশ এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনো দেবেন না যশোর টিবি ক্লিনিকপাড়ায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার যশোরে কৃষক সমাবেশে বিল হরিনা রক্ষার দাবি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন

যশোরে সভাপতি শ্রাবণী সুর সম্পাদক ডাবলু
প্রকাশ : শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৪:৫৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-12_68726971da782.JPG

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ প্রফেসর অশোকা দত্ত। অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সোহরাব হোসেন ও অশোক সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ।

শেষে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ। এ অধিবেশনে পূর্ববর্তি কমিটি বিলুপ্ত করা হয়।


কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন প্রণব দাস। প্রয়াত সকল গুণী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন ও সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত। অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ।

মুক্ত আলোচনায় অংশ নেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সুরবিতান সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্নালাল দে, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল, সনাক যশোরের সাবেক সভাপতি শাহিন ইকবাল, বাচিকশিল্পি সাধন কুমার দাস, মাহমুদা রিনি, শিল্পাঙ্গন যশোরের হাসান হাফিজুর রহমান প্রমুখ।


শেষে সর্বসম্মতিক্রমে শ্রাবণী সুরকে পুনরায় সভাপতি ও গাজী সাইফুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যা হলেন- সহসভাপতি দীপংকর দাস রতন, মাসুদ পারভেজ মিঠু, নওরোজ আলম খান চপল, কোষাধ্যক্ষ মাহমুদা খানম রিনি, সম্পাদক পরিষদে অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, কাজী শাহেদ নওয়াজ, লক্ষ্মী রাণী বৈদ্য, ললিতা বিশ্বাস ও সন্ধ্যা অধিকারী। সদস্য শুভঙ্কর গুপ্ত, আহম্মেদ সাঈদ বুলবুল, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, প্রণব দাস, পান্নালাল দে, হাসান হাফিজুর রহমান, অরুণ মজুমদার, সবিতা পাল, মণিষা গাঙ্গুলী, রফিকুল ইসলাম।

শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝