রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কর ফাঁকির অভিযোগে নায়িকা মৌসুমীসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ : রবিবার, ২২ জুন , ২০২৫, ১০:৩৪:০০ পিএম
স্বর্ণলতা বিনোদন ডেস্ক:
Shornolota_2025-06-22_685830c50d76f.JPG

কর ফাঁকির অভিযোগে দেশের জনপ্রিয় ২৫ তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূর, তিশাসহ একাধিক জনপ্রিয় মুখ।

জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন সই করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তারকার ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে তাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।


রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব শিল্পীরা নির্ধারিত সময়ে আয়কর পরিশোধ না করায় একাধিকবার সতর্ক করেও প্রতিকার না পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে বকেয়া কর পরিশোধ করেছেন এবং বাকিরা সময় চেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদের মধ্যে আছেন— মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, শবনম পারভীন, তানভীন সুইটি, নুসরাত ইমরোজ তিশা, আহমেদ শরীফ, আনিসুর রহমান মিলন, অপূর্ব, নিশো, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সোহানা সাবা, নাঈম, শাওন, জাকিয়া বারী মম প্রমুখ।

এনবিআর কর্মকর্তারা বলছেন, কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজস্ব বোর্ড। কেউই আইনের ঊর্ধ্বে নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নির্ধারিত সময়ে বকেয়া কর পরিশোধ করেন, তবে হিসাব জব্দ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, এই ২৫ জন তারকার মধ্যে কয়েকজন আগে কখনোই নিয়মিত রিটার্ন জমা দেননি। আবার অনেকেই প্রকৃত আয়ের তুলনায় অত্যন্ত কম কর জমা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং প্রাথমিক যাচাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়।

রাজস্ব বোর্ড জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রেও কর ফাঁকি সংক্রান্ত এমন অভিযান জোরদার করা হবে। কারণ, কর আদায়ে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আইন সবার জন্য প্রযোজ্য হতে হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝