রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
`তোকে ছাড়া কখনো ভাল থাকতে পারবো না’
প্রকাশ : রবিবার, ২২ জুন , ২০২৫, ০৯:৫৮:০০ পিএম
স্বর্ণলত বিনোদন ডেস্ক:
Shornolota_2025-06-22_6858283336237.JPG

ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার দীর্ঘদিনের প্রিয় পোষা কুকুর ‘সিরাজ’কে হারিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাজের মৃত্যুর খবর জানিয়েছেন সায়ন্তিকা নিজেই।

সায়ন্তিকা বরাবরই একজন পশুপ্রেমী হিসেবে পরিচিত। প্রায়শই তিনি তার পোষা প্রাণীদের সাথে কাটানো মুহূর্তগুলোর ছবি এবং ভিডিও শেয়ার করতেন। তার পোষা সারমেয় সিরাজ ছিল তার নিত্যসঙ্গী। রবিবার (২৩ জুন) সকাল ৭টায় মারা যায় সিরাজ।

সিরাজের সঙ্গে কাটানো বেশ কিছু আবেগঘন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সায়ন্তিকা। ছবিগুলোতে সিরাজকে দেখা যাচ্ছে সায়ন্তিকার পাশে বসে থাকতে, জানালা দিয়ে উঁকি দিতে এবং খুনসুটি করতে।

মর্মস্পর্শী এই ছবিগুলোর সাথে সায়ন্তিকা লিখেছেন, ‘সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাকেও নিয়ে চলে গেছিস। তোকে ছাড়া আমি আর কখনোই আগের মতো থাকতে পারব না। তুই আমার গোটা পৃথিবী ছিলি। আমরা সবাই তোকে খুব ভালবাসি।’

সায়ন্তিকার এই হৃদয়বিদারক পোস্টে নেটাগরিকদের চোখেও জল এনে দিয়েছে। টলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী ও পশুপ্রেমী মিমি চক্রবর্তীও সায়ন্তিকার দুঃখে সমবেদনা জানিয়েছেন। মিমি নিজেও একজন পোষ্যপ্রেমী হওয়ায় সায়ন্তিকার অনুভূতি তার কাছে অত্যন্ত সংবেদনশীল। মিমি মন্তব্য করেছেন, ‘পরপারে সিরাজের সাথে আবার আমাদের ঠিক দেখা হবে।’

এছাড়াও, সুদীপা চট্টোপাধ্যায় সায়ন্তিকাকে সান্ত্বনা দিয়ে লিখেছেন, ‘ও তোমার কাছে ঠিক ফিরে আসবে। অথবা ও এমন কাউকে পাঠাবে, যে তোমাকে শোক থেকে টেনে বের করে নিয়ে আসবে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝