শিরোনাম |
যশোর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আজ রোববার (২২ জুন) দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জাগরণী চক্র ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামান স্বপন। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মোমিনুর, রেজাউল ইসলাম, সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন এবং মাজেদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে ১৭টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এলাকার চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।