বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম ‘আমি ভাগ্যবান’-লিখেছেন চাকরিচ্যুত যুগ্ম সচিব ধনঞ্জয় যশোরে এনডিএফের মানববন্ধন থেকে সাম্রাজ্যবাদবিরোধী রাষ্ট্র গঠনের দাবি যশোরে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক যশোরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালন যশোরে বাসচাপায় স্কুলছাত্রী ফারিয়ার মৃত্যু,বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন যশোরের আয়শা পল্লী মাদক পল্লীতে পরিণত! যশোরে সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে ভবন নির্মাণ! জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যশোরে মতবিনিময় সভা কুমিল্লায় এনসিপি ও বিএনপির মধ্যে সংঘর্ষ,আহত অর্ধশত যশোর সদর হাসপাতালে ঔষুধ চুরির ঘটনায় মনগড়া প্রতিবেদন জমা,ঘরে-বাইরে ক্ষোভ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেজপাড়ার রানাকে হাতুড়িপেটা করলো একদল সন্ত্রাসী
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুন , ২০২৫, ০৯:৫৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-06-12_684afa137649d.JPG

❒ প্রতীকী ছবি:

মোটরসাইকেল গ্যারেজ থেকে হাতুড়ি নিয়ে গ্যারেজ মালিককেই পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসলাম ও তার সহযোগিরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ে। ভুক্তভোগীর নাম রানা (৩২)। তিনি বেজপাড়া আনসার ক্যাম্পের সামনের ইউসুফ আলীর ছেলে।

অভিযুক্ত আসলাম শংকরপুর প্রাইমারি স্কুলের পশ্চিমপাশে কলাবাগান এলাকার জব্বারের ছেলে। আর তার দুই সহযোগি হলো, একই এলাকার চান মিয়ার ছেলে সোনা মিয়া (৩৬) এবং রাসেল (৩৫)।

রানা অভিযোগ করেছেন, আকবরের মোড়ো তার একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আছে। মাস দেড়েক আগে আসলাম রাতে একটি মোটরসাইকেল তার দোকানে নিয়ে যায়। মেরামত করতে বলে। সে সময় তিনি অনেক রাত হয়েছে, সকালে আসতে বলেন। আসলাম সে সময় চলে যায়। কিন্তু গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসলাম ও তার দুই সহযোগি দোকানে যায়। সেখানে গিয়ে তাকে হাতুড়ি দিতে বলে। তিনি সরল মনে হাতুড়ি দিলে ওই হাতুড়িয়ে দিয়ে তাকে মারপিট করে। এতে রানা বাম হাত ভে্েঙ যায়। হাতের অন্যান্য আংশও ক্ষতিগ্রস্ত হয়। পরে সে সময় আশেপাশের দোকানদাররা এগিয়ে এলে আসলাম সহযোগিদের নিয়ে চলে যায়।
তিনি আরো অভিযোগ করেছেন, আসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদকদ্রব্য বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে কোতয়ালি থানায়। নানা সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগও আছে। সে কারণে তার বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায় না।
এ বিষয়ে কোতয়াল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ থানায় দেয়া হয়েছে। এসআই চঞ্চল ঘটনাটি তদন্ত করছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝