শনিবার , ৩০ আগস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম উপদেষ্টা হতে সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক ঢাবি অধ্যাপক কার্জন ও লতিফ সিদ্দিকীসহ ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ চৌগাছা থানায় যশোরে ‘ক্রসফায়ার নাটক’ ঘটনায় আইসিটি’র তদন্ত যশোরে সন্ত্রাসী তানভীরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে খুলনা, নারী বিভাগে ঝিনাইদহ দল চ্যাম্পিয়ন ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ভল্ট ভেঙে টাকা চুরি,আটিক নেই নড়াইলে অচেতন রোগীর সাথে নার্সের টিকটক ভিডিও,অপারেশন থিয়েটারে সিলগালা ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গাসহ ৩টি স্থলবন্দর বন্ধ,একটির কার্যক্রম স্থগিত করলো সরকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ অনুষ্ঠানস্থল ঘিরে নেমেছিল মানুষের ঢল

কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতায় মাহফুজের ঝুলিতে উঠলো প্রথম পুরস্কার
প্রকাশ : শুক্রবার, ২৩ মে , ২০২৫, ০৮:২৮:০০ পিএম , আপডেট : বুধবার, ১৮ জুন , ২০২৫, ০৫:৫৩:৩৫ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-05-23_68308625e2b64.JPG

❒ যশোরের কেশবপুর উপজেলার আটন্ডা গ্রামে আজ শুক্রবার ছাগলের দৌড় প্রতিযোগিতা ছবি:

এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়ে গেল ছাগলের দৌড় প্রতিযোগিতা। গত দুই বছর ধরে ব্যতিক্রমী এই দৌড় প্রতিযোগিতা আনন্দ-উৎসবে অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসব ঘিরে অনুষ্ঠানস্থল সাজানো হয় নানারুপে মনোমুগ্ধকর বৈদ্যুতিক আলোক সজ্জায়। গত বছরের ২৮ মে অনুষ্ঠিত ছাগলের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩০টি প্রশিক্ষিত ছাগল। এবারও ৩০টি ছাগলের অংশ গ্রহণে সম্পন্ন হয়েছে গ্রাম বাংলার ব্যতিক্রমী এই আয়োজন। দূরদূরান্ত থেকে অনেকে এসে ভিড় করেন।

এলাকাবাসীকে বিনোদন দিতে উপজেলার আটন্ডা যুবসমাজ ছাগলের দৌড় প্রতিযোগিতার এই আয়োজন করে। ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য দুপুরের পরপরই আটন্ডা গ্রামে মাঠের দুই পাশে ভিড় করে নারী-পুরুষ-শিশুসহ শত শত উৎসুক মানুষ। ওই এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠকে সাজানো হয় বর্ণিল সাজে।

প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার ৩০টি পোষা ছাগল। চেনার সুবিধার্থে ছাগলগুলোর গলায় ক্রমিক নম্বরসংবলিত কার্ড ঝুলিয়ে দেওয়া হয়।

ছাগলের মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচ ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে আটন্ডা গ্রামের মাহফুজ হোসেনের ছাগল প্রথম, শহিদুল ইসলামের ছাগল দ্বিতীয় ও সাইফুল ইসলামের ছাগল তৃতীয় স্থান অধিকার করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে দেওয়া হয় ঘড়ি, পানির জগ ও মগ। বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আটন্ডা গ্রামের ব্যবসায়ী হাসিবুল হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ফেরদৌস রহমান।

যশোরের কেশবপুর উপজেলার আটন্ডা গ্রামে আজ শুক্রবার ছাগলের দৌড় প্রতিযোগিতা হয়
ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে আসা স্থানীয় শিক্ষক রাজু আহমেদ বলেন, ‘এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম। খুবই ভালো লেগেছে।’

রহিমা খাতুন বলেন, ‘ছাগলের দৌড় প্রতিযোগিতা হবে, এমনটি শুনে দুপুরের পরপরই দেখতে এসেছি। এলাকায় এ দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে।’

আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক আয়োজন হারিয়ে যেতে বসেছে। এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য ব্যতিক্রমী ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এলাকাবাসীকে বিনোদন দিতে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝