রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নারীর ইচ্ছা সপ্তাহের কোন দিন তীব্রতর হয়
প্রকাশ : বুধবার, ২১ মে , ২০২৫, ০৫:৫৯:০০ পিএম
লাইফস্টাইল ডেস্ক:
Shornolota_2025-05-21_682dc05683345.JPG

শারীরিক ঘনিষ্ঠতা নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যৌ*তা দু’টি মানুষের সম্পর্কের রসায়নকে দৃঢ় করে। খিদে পাওয়া, ঘুম পাওয়া যেমন স্বাভাবিক বিষয়, যৌ নতাও ঠিক একইরকম। এর কোনো ভিন্নতা নেই। অন্যান্য চাহিদার মতো এটিও মানুষের একটি স্বাভাবিক চাহিদা।

অনেকেই মনে করেন যে, পুরুষের তুলনায় নারীর যৌ*তা খানিক হলেও বেশি জটিল। তবে শুধু আজ নয়, বহু যুগ আগে থেকেই নারীর স্বরূপ অত্যন্ত চর্চিত একটি বিষয়। বিভিন্ন যুগে বিভিন্ন গবেষণায় নারী-যৌ নতার ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে।

তেমনই ‘সুপারড্রাগ’ নামক একটি অনলাইন সংস্থা সমীক্ষা চালিয়ে নারী-যৌ*তা সম্পর্কিত অবাক করা একটি তথ্য পেশ করেছে।

সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নারীদের যৌ*কাঙ্ক্ষা প্রবল হয়। অন্যান্য দিনের তুলনায় শনিবার নারীর ইচ্ছা তীব্রতর হয়। কারণ শনিবার মানেই সপ্তাহ শেষের ছুটির আমেজ।

সারা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রমের পর ছুটির দিনগুলোতে প্রিয়জনের স্পর্শ পাওয়ার দুর্নিবার ইচ্ছে বেশি সক্রিয় হয়ে ওঠে নারীদের মধ্যে। কোথাও গিয়ে একটা নিশ্চয়তা ও মানসিক শান্তিও কাজ করে। কারণ যৌ*তা তো শুধু শারীরিক নয়, তার মানসিক দিকটিও বেশ গুরুত্বপূর্ণ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝