রবিবার , ৩১ আগস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
‘মেছো বিড়াল’ সংরক্ষণে প্রচার গাড়ির উদ্বোধন
প্রকাশ : মঙ্গলবার, ২২ এপ্রিল , ২০২৫, ১০:৫৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-22_6807cb2cdae2f.jpg

❒ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছবি:

যশোর সামাজিক বন বিভাগের উদ্যোগে ‘মেছো বিড়াল’ সংরক্ষণে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, বন সংরক্ষক (সামাজিক বন অঞ্চল, যশোর) মো. হারুন অর রশীদ খান, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম এবং যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।

উদ্বোধনের পর প্রচার গাড়িটি দেশের ২১টি জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট একটি বিপন্ন ও জলাভূমিনির্ভর প্রাণী, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাভূমির খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা মরা ও রোগাক্রান্ত মাছ খেয়ে জলাভূমিতে রোগ নিয়ন্ত্রণ করে এবং ইঁদুর দমন করে কৃষিকাজেও সহায়ক হয়। তবে আবাসস্থল ধ্বংস ও খাদ্যের সংকট প্রাণীটিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় প্রাণীটি সংরক্ষণের লক্ষ্যে এই সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝