শুক্রবার , ৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে শ্রমিক অধিকার পরিষদের ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় বারান্দিপাড়ার সেতুর বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের মামলা প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন কেশবপুরে বাইসাইকেলে বেজায় খুশি ৩৭ স্কুল শিক্ষার্থী স্বামীর সঙ্গে নববধূ যাচ্ছিলেন বাপের বাড়ি,একটি দুর্ঘটনা পাঠালো মর্গে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি চলছে (ভিডিও) যশোর শহরে মহিলা দলের সমাবেশে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান অমিতের আ’লীগকে নিষিদ্ধের দাবিতে দড়াটানায় সমাবেশ চলছে পারভেজ হত্যায় ফারিয়া হক টিনা রিমাণ্ডে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মাইকে ঘোষণা শুনে বিশ্বাস বাড়িতে নামে মানুষের ঢল

যশোরে মুরগীর ছানার মুখমণ্ডলে মানব শিশুর আকৃতি!
প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ , ২০২৫, ১২:৫৯:০০ এ এম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-03-21_67dc65c77d379.jpeg

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি মুরগীর বাচ্চা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মুরগীর ছানাটি দেখতে অনেকটা মানব শিশুর মুখমন্ডলের আকৃতি। স্থানীয় একটি মসজিদের মাইক থেকে এই ঘোষণ দেয়ার পর মুহূর্তে সেখানে কয়েকশ নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের ভিড় জমে ওঠে। খবর পেয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন মুরগীর ছানাটি সংগ্রহ করেছে। তারা নাকি বলেছে এটি ঢাকায় পাঠানো হবে। তবে নির্ভরশীল কোনো সূত্র থেকে প্রকৃত সত্য যাচাই করা সম্ভব হয়নি। স্বর্ণলতা ডট নিউজের দপ্তরে ওই এলাকা থেকে পাঠানো হয়েছে অদ্ভুদ চেহারার মুরগীর ছানার একটি ছবি। তবে এই ছবি দেখে বিষয়টি স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে সেটি যে স্বাভাবিক মুরগীর ছানা না, তা বেশ স্পষ্ট।  

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়-বৃহস্পতিবার (২০ মার্চ) যশোর সদরের মনোহরপুর গ্রামের কৃষক আকবর বিশ্বাসের বাড়িতে বেশ কয়েকটি মুরগীর ডিম ফুটে বাচ্চা বের হয়। তারমধ্যে একটির আকৃতি অনেকটা মানব শিশুর মুখমন্ডলের আকৃতি দেখা গেছে। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় একটি মসজিদের মাইক থেকে এই অলৌকিক মুরগীর ছানা জম্মানোর কথা প্রচার করা হয়। মুহূর্তের মধ্যে কয়েকশ নারী-পুরুষসহ নানা বয়সের কয়েকশ মানুষ মুরগীর ছানাটি এক নজর দেখতে বিশ্বাস বাড়িতে ভিড় করেন। এক পর্যায়ে খবর পাঠানো হয় যশোর প্রাণী সম্পদ অধিদপ্তরে। কিছুক্ষণের মধ্যে সেখানে যান একদল লোক। তারা মুরগীর ছানাটির মুখমন্ডলে ভিন্নরুপ দেখতে পান-এমন দাবি সূত্রের। তারা মুরগীর ছানাটি ঢাকায় পাঠানো হবে জানিয়ে হেফাজতে নেন।

ফাহিম নামে এক যুবক স্বর্ণলতা ডট নিউজকে জানান-কৃষক আকবর বিশ্বাস ও তার স্ত্রী হাসিলা বেগম মুরগীর ছানাটির মুখমন্ডলে ভিন্নতা দেখতে পেয়ে প্রতিবেশিদের জানান। এ সময় বেশ কয়েকজন প্রতিবেশি সেখানে উপস্থিত হন। তারাও ভিন্নতা দেখতে পান। অনেকেই বলেন-এটি স্বাভাবিক মুরগীর ছানা মনে হচ্ছে। এটির মুখমন্ডলে মানব শিশুর আকৃতি দেখা যাচ্ছে। তারপরই মাইকে ঘোষণা দেয়া হলে জনতার ঢল নামে। পরে প্রাণী সম্পদ অধিদপ্তরে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় মুরগীর ছানাটি।

এ খবর স্বর্ণলতা ডট নিউজরে দপ্তরে আসে রাতে। যেকারণে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝