বুধবার , ৮ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযান

শীর্ষ সন্ত্রাসী নুর আজিম ৪ সহযোগীসহ ঢাকায় গ্রেফতার
প্রকাশ : বুধবার, ১ জানুয়ারি , ২০২৫, ০৭:৪৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-01-01_677547d547b99.png

❒ শীর্ষ সন্ত্রাসী নুর আজিম ছবি:

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম তার ৪ সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা টিম মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নুর আজিমসহ তার চার সহযোগীকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন-নুর আজিম (২৮), ফয়সাল আহমেদ দ্বীপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), কামরুজ্জামান নাঈম (২৫) এবং রানা তালুকদার (২৯)। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।


নুর আজিম খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার শানু মহুরীর ছেলে। কিছুদিন আগে নুর আজিমের ভাই রকিকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং দিয়ে মাদক কারবারি পরিচালনা করতেন নুর আজিম। চাঁদাবাজি এবং মাদক ব্যবসা তার মূল পেশা। মহানগরীর টুটপাড়া এলাকায় তার একচ্ছত্র আধিপত্য রয়েছে। তিনি কৌশলে ভারতীয় ও মালয়েশিয়ার নম্বর ব্যবহার করে নিজ অনুসারীদের সঙ্গে যোগাযোগ করতেন। এ কারণে তার অনুসারীরা নুর আজিম বিদেশে বা ভারতে আছেন বলে প্রচার করতেন।


খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নুর আজিম খুলনা শহরের ১০ জন মাদক গডফাদারদের অন্যতম। তিনি বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার মাদকদ্রব্য এনে তার লোক দিয়ে বিক্রি করতেন। তার কিশোর বাহিনী এবং মাদক বিক্রির নিজস্ব সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন জায়গায় তার উপস্থিতি টের পেয়ে অভিযান চালালেও তাকে গ্রেফতার করা কঠিন ছিল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝