শিরোনাম |
যশোরে ছোট হৈবতপুর গ্রামের আব্দুল আলিম তরফদার আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে কাছে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভুক্তভোগী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে মামলার আরজি জানান। বিচারক অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে-বড় হৈবতপুর গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে লতিফ খান, মৃত নূর মোহাম্মদের ছেলে মকবুল মেম্বর, ইউনুচের ছেলে ইউসুফ, শামসুলের ছেলে রশিদুল, শের আলী মন্ডলের ছেলে দেলোয়ার মন্ডল, আলী আহম্মেদের ছেলে ভুট্টো, লৎফরের ছেলে ইরমান, ওসমানের ছেলে সাইফুল ওরফে বাহাদুর, শান্তি পাইকের ছেলে কৃষ্ণপদ, মৃত নিতুর ছেলে শক্তি ও গোপাল চন্দ্রের ছেলে কর্তিক কুমার।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা তৎকালিন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় আসামিরা এলকায় ব্যপক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ছোট হৈবতপুর গ্রামের আব্দুল আলিম তরফদার বিএনপির রাজনীতি করায় তার উপর চরম ভাবে ক্ষিপ্ত হয় এবং২০ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদার টাকা না দেয়ায় ২০১৮ সালের ২৮ ডিসেম্বর আসমিরা তার বাড়িতে হামলা করে ভাংচুর ও বাড়ির সামনের দোকান থেকে ২০ লাখ টাকা নিয়ে যায়। ২০১৯ সালের ৩ মার্চ আসামিরা গরু বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায় চাঁদা হিসেবে। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি আসমিরা চাঁদা হিসেবে জমি বিক্রির ৭ টাকা নিয়ে যায়। ২০২১ সালের ১০ মার্চ আসামিরা জমি বন্দকের ৭০ হাজার টাকা নিয়ে যায়। আসামিরা বিভিন্ন সময়ে আব্দুল আলিম তরফদারের কাছ থেকে আসামিরা চাঁদা হিসেবে ১২ লাখ টাকা নেয়। আসামিরা প্রভবশারী হওয়ায় ওই মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।