শিরোনাম |
❒ ব্যবসায়ী মহাসিন মিয়ার মৃত্যু
যশোর শহরের লোহাপট্টিতে এক ব্যবসায়ীর মুত্যুতে দোকানবন্ধ রাখা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। দোকান খোলা রাখায় একটি দোকানে হামলা চালিয়েছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে। এঘটনার পর লোহাপট্টি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা একট্টা হয়ে কোতয়াালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানান-বৃহস্পতিবার ঝালাইপট্টি এলাকার প্রবীণ ব্যবসায়ী মহাসিন মিয়া মারা যান। এ কারণে সকল ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখার জন্য বলেন নিউ ফাতেমা আয়রন স্টোরের মাসুদ পারভেজ। পারভেজের কথায় কেউ কেউ দোকান বন্ধ রাখে, আবার অনেকেই দোকান খোলা রাখেন। একই ভাবে দোকান খোলা রাখেন সালমা আয়রন স্টোরের ওমর ফারুক। ফারুকের দোকান খোলা দেখেই চটে যান পারভেজ। কেন দোকান খোলা রাখলো এ নিয়ে কথাকাটিকাটি হয়। এক পর্যায় দুইজনেই উত্তেজিত হয়ে হাতাহাতি শুরু করেন। এক পর্যায়ে পারভেজের সাথে আরও কয়েকজন বহিরাগত যোগ হন। তারা ওমর ফারুককে মারপিট করে ও দোকানের মালামাল ছুড়ে ফেলে দেয়। একপর্যায় অন্য ব্যবসায়ীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। একই সাথে সকল ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে একট্টা হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে ওমর ফারুক উল্লেখ করেন, দুপুরে পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে দোকান বন্ধ করতে বলেন। তবে তিনি দোকান বন্ধ রাখতে চাননি। যেকারণে তার ওপর হামলা ও লুটপাট হয়েছে। তার কাছে থাকা ১৫ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নিয়েছেন পারভেজ। এছাড়া দোকানের ক্যাশবাক্সে থাকা আরও ২৫ হাজার ৪শ’৫০ টাকা লুট করে। এছাড়া দোকানের মালামালসব বাইরে ছুড়ে ফেলেছে।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানায় পারভেজ আওয়ামীলীগ পন্থি ব্যবসায়ী। আওয়ামীলীগের শাসন আমলে তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা ও জনপ্রতিনিধিদের সাথে চলাফেরা করেন। অনেক সময় ক্ষমতার দাপটও দেখান। অনেকেই তার উপর ক্ষিপ্ত ছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের পরও তিনি একই ভাবে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিলেন। কিন্তু ব্যবসায়ীদের অনেকেই তার খবরদারি মানেতে রাজি ছিলেন না। ফলে বিএনপিপন্থি ব্যবসায়ীরা অন্যদের সাথে নিয়ে একট্টা হয়েছেন পারভেজের বিরুদ্ধে। পারভেজের আটক দাবি করেছেন তারা।