মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ঝরে গেল দু’জনের প্রাণ বেজপাড়ায় প্রকাশ্য দিবালোকে রিকশাচালককে কুপিয়ে জখম চুড়ামনকাঠি বাজারে সিএনজি চালককে হাতুড়ি পেটা করেছে একদল মাদককারবারী(ভিডিও) সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিশি গ্রেফতার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান বেনাপোলে ছাত্রলীগ নেত্রীসহ ভাই-বোন গ্রেফতার বাড়তি শুল্ক-ভ্যাটের উত্তাপে বাজার গরম এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা পুলিশের ৩২১ সাব-ইন্সপেক্টরের ভ্যাট ‍বৃদ্ধিতে ফুঁসে উঠলেন যশোরের ব্যবসায়ীরা (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরের ৮৫তম অফিসার ক্যাডেটদের পাসিং আউট ও রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ০৮:১৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-12-12_675af0d68f043.png

❒ যশোর বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্যারেড গ্রাউন্ড ছবি:

যশোর বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্যারেড গ্রাউন্ডে 'বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোরের ৮৫তম অফিসার ক্যাডেটদের পাসিং আউট উপলক্ষ্যে' রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষনীয় এরোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বিডি-৭৯৬৯ এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৪ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। এছাড়া তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময়ে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে একাগ্রতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২৪বি এবং এসপিএসএসসি-২৪বি কোর্স এর ৭৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। ৮৫তম বাফা কোর্সের ৬৩ জন অফিসার ক্যাডেট (পুরুষ-৫২ , নারী-১১), ডিরেক্ট এন্ট্রি-২৪বি ও এসপিএসএসসি-২৪বি কোর্সের ১১ জন (পুরুষ-১০, ফিমেল-০১) অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। উল্লেখ্য, ৮৫তম বাফা কোর্সে সার্বিক কৃতিত্বের জন্য 'সোর্ড অব অনার' অর্জন করেন অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা। এছাড়া গ্রাউন্ড ব্রাঞ্চের সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধান ট্রফি এবং সামরিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য 'কমান্ড্যান্টস ট্রফি' অর্জন করেন অফিসার ক্যাডেট মোঃ ফাহিম মোরশেদ রাতুল এবং উড্ডয়ন প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি' অর্জন করেন অফিসার ক্যাডেট মোঃ রহমতুল্লাহ শিশির। এ সময় অন্যান্যের মধ্যে বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান,যশোরের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, কমান্ড্যান্ট এয়ার কমোডর শাহ কাউছার আহমদ চৌধুরী, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি বিএ-৪২৮৮ মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, কোর্স মেম্বার এয়ার কমোডর শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেসিও, সৈনিক ও ৮৫তম অফিসার ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝