শিরোনাম |
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পৌর এলাকার কাওরিয়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাশিক্ষার্থী ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিহতের স্বজন আলতাফ হোসেন জানান, ওয়াসির পৌর এলাকার বেজিয়াতলা মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ছিল। আজ সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে যায়। সে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনে। জরুরি বিভাগের বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি। জরুরী বিভাগে থাকা অবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়ে। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোতোয়ালি থানা থেকে একটা মেসেজ এসেছে। আমাদের অফিসার সেখানে গিয়েছে। আমরা মেসেজের রিপ্লাই দিয়ে দেব। বিষয়টি তারা দেখবেন।
33231 এই রকম আরও টপিক