মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ঝরে গেল দু’জনের প্রাণ বেজপাড়ায় প্রকাশ্য দিবালোকে রিকশাচালককে কুপিয়ে জখম চুড়ামনকাঠি বাজারে সিএনজি চালককে হাতুড়ি পেটা করেছে একদল মাদককারবারী(ভিডিও) সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিশি গ্রেফতার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান বেনাপোলে ছাত্রলীগ নেত্রীসহ ভাই-বোন গ্রেফতার বাড়তি শুল্ক-ভ্যাটের উত্তাপে বাজার গরম এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা পুলিশের ৩২১ সাব-ইন্সপেক্টরের ভ্যাট ‍বৃদ্ধিতে ফুঁসে উঠলেন যশোরের ব্যবসায়ীরা (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ রিপোর্টার্স উইদাউট বর্ডারসের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বিশ্বে সাংবাদিকদের জন্য বেশি বিপজ্জনক বাংলাদেশসহ ৪ দেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ০৫:১০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-12-12_675ac4cf81b23.JPG

চলতি বছর বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক চার দেশের তালিকায় আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে আরএসএফ বলেছে, ২০২৪ সালে বাংলাদেশসহ ৪টি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল।


গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের অধিকারের সর্বশেষ হালনাগাদ তথ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে আরএসএফ। সংগঠনটি বলেছে, ‘‘বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন। গত পাঁচ বছরে অন্য যেকোনও দেশের তুলনায় ফিলিস্তিনে বেশি সাংবাদিক নিহত হয়েছেন।’’

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পরে ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। দেশটিতে চলতি বছর অন্তত সাতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এরপরই আছে বাংলাদেশ ও মেক্সিকো। এই দুই দেশে চলতি বছর পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।


আরএসএফ বলছে, ২০২৪ সালে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে অন্তত ১৮ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে কেবল গাজায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া লেবাননে নিহত হয়েছেন দুই সাংবাদিক।


আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চারটি অভিযোগ দায়ের করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় নিহত হন। ইসরায়েলি বাহিনীর সাংবাদিক হত্যাকাণ্ডের এসব ঘটনাকে ‘‘নজিরবিহীন রক্তপাত’’ বলে অভিহিত করেছে আরএসএফ।

এর আগে, মঙ্গলবার পৃথক এক প্রতিবেদনে সাংবাদিকদের আরেক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) বলেছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে অন্তত ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যাদের অর্ধেকেরও বেশির প্রাণ গেছে গাজায়।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর সেই সংখ্যা চলতি বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক এই সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৫৫০ জন সাংবাদিক বন্দী আছেন। আর এই সংখ্যা গত বছর ছিল ৫১৩।

সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিক বন্দী রয়েছেন চীনে। দেশটিতে ১২৪ জন সাংবাদিক দীর্ঘদিন কারাবন্দী রয়েছেন। এছাড়া সামরিক জান্তা শাসিত মিয়ানমারে ৬১ জন ও ইসরায়েলে ৪১ জন সাংবাদিক কারাগারে রয়েছেন।

সূত্র: এএফপি, রয়টার্স।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝