শিরোনাম |
একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎকের বরাতে তার স্বামী সারোয়ার এ আলম বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় গণমাধ্যমকে বলেন-পাপিয়া এখন ‘লাইফ সাপোর্টে’ আছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
“আমরা আত্মীয়-স্বজন সবাই আছি হাসপাতালে। আমার মেয়ে বিদেশ থেকে এসেছে। এখন আমরা অপেক্ষায় আছি।”
২০২১ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দর্শক-শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের শিল্পী পাপিয়া সারোয়ারের খ্যাতি রবীন্দ্রসংগীতে। আধুনিক গানেও তিনি পরিচিত।
২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। চলতি বছর চ্যানেল আইয়ের আয়োজনে রবীন্দ্র মেলায় পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
তার জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৩ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে যান।
তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।
তার দুই মেয়ের মধ্যে জারা সারোয়ার থাকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। আর ছোট মেয়ে জিশা সারোয়ার থাকেন কানাডায়।
33224 এই রকম আরও টপিক