মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ঝরে গেল দু’জনের প্রাণ বেজপাড়ায় প্রকাশ্য দিবালোকে রিকশাচালককে কুপিয়ে জখম চুড়ামনকাঠি বাজারে সিএনজি চালককে হাতুড়ি পেটা করেছে একদল মাদককারবারী(ভিডিও) সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিশি গ্রেফতার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান বেনাপোলে ছাত্রলীগ নেত্রীসহ ভাই-বোন গ্রেফতার বাড়তি শুল্ক-ভ্যাটের উত্তাপে বাজার গরম এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা পুলিশের ৩২১ সাব-ইন্সপেক্টরের ভ্যাট ‍বৃদ্ধিতে ফুঁসে উঠলেন যশোরের ব্যবসায়ীরা (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন
প্রকাশ : বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:৩২:০০ পিএম
স্বর্ণলতা বিনোদন ডেস্ক:
Shornolota_2024-12-11_6759b0b6cea40.JPG

❒ পাপিয়া সারোয়ার ছবি:

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎকের বরাতে তার স্বামী সারোয়ার এ আলম বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় গণমাধ্যমকে বলেন-পাপিয়া এখন ‘লাইফ সাপোর্টে’ আছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

“আমরা আত্মীয়-স্বজন সবাই আছি হাসপাতালে। আমার মেয়ে বিদেশ থেকে এসেছে। এখন আমরা অপেক্ষায় আছি।”


২০২১ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দর্শক-শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের শিল্পী পাপিয়া সারোয়ারের খ্যাতি রবীন্দ্রসংগীতে। আধুনিক গানেও তিনি পরিচিত।

২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। চলতি বছর চ্যানেল আইয়ের আয়োজনে রবীন্দ্র মেলায় পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননা দেওয়া হয়।


তার জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৩ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে যান।

তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

তার দুই মেয়ের মধ্যে জারা সারোয়ার থাকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। আর ছোট মেয়ে জিশা সারোয়ার থাকেন কানাডায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝