শিরোনাম |
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে হাবিবুর রহমান নামে এক মাদক বিক্রেতার হেফাজত থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোলের শিকড়ী পশ্চিমপাড়া থেকে তাকে ফেনসিডিলসহ আটক করে সংস্থাটির একদল ফোর্স।
আসামি হাবিবুর রহমান ওই গ্রামের ওহাব সরদারের ছেলে।
জানা যায়-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর উপপরিচালক আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর 'খ' সার্কেলের একদল ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
33217 এই রকম আরও টপিক