মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ঝরে গেল দু’জনের প্রাণ বেজপাড়ায় প্রকাশ্য দিবালোকে রিকশাচালককে কুপিয়ে জখম চুড়ামনকাঠি বাজারে সিএনজি চালককে হাতুড়ি পেটা করেছে একদল মাদককারবারী(ভিডিও) সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিশি গ্রেফতার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান বেনাপোলে ছাত্রলীগ নেত্রীসহ ভাই-বোন গ্রেফতার বাড়তি শুল্ক-ভ্যাটের উত্তাপে বাজার গরম এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা পুলিশের ৩২১ সাব-ইন্সপেক্টরের ভ্যাট ‍বৃদ্ধিতে ফুঁসে উঠলেন যশোরের ব্যবসায়ীরা (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ আফগানিস্তান

খোদ মন্ত্রণালয়ে ভয়াবহ বিস্ফোরণে শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত
প্রকাশ : বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৮:০৮:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2024-12-11_67599d2febe28.JPG

❒ শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি ছবি:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি।

বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণে মন্ত্রীর প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে দুর্ভাগ্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন।
আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।


বিস্ফোরণে নিহত খলিল উর-রহমান হাক্কানি দেশটির তালেবান নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা।

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর দেশটির ক্ষমতায় আসে সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের এই গোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে।

তবে দেশটিতে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীর সদস্যরা প্রায়ই আফগানিস্তানের বেসামরিক নাগরিক, বিদেশি এবং তালেবান কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝