শুক্রবার , ৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনায় পত্রিকা অফিসে আগুন যশোরে নানা আয়োজনে রেড ক্রিসেন্ট দিবস উদযাপন যশোরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারিদের প্রস্তুতি সভা যশোর আদালতে চুরির সময় ধরা পড়ে যুবক গণপিটুনির শিকার যুদ্ধ বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন চৌগাছা হাসপাতালের নতুন ভবনে শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম,দুর্ভোগ চরমে আ.লীগের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল যশোরে খালে ডুবে যুবকের মৃত্যুর পেছনে রয়েছে ভূত-প্রেত্মীর সংশ্লিষ্টতা! (ভিডিও) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও স্নিগ্ধর পদত্যাগ সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ত্রুটিপূর্ণ অস্ত্রপচারে সিজারিয়ান রোগীর মৃত্যু

যশোরে অপচিকিৎসার শীর্ষে দেশ ক্লিনিক,অপারেশন থিয়েটারে স্বাস্থ্য বিভাগের সিলগালা (ভিডিও)
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৮:২৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-10-01_66fc072b84dbc.png

❒ সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান ছবি:

যশোর অপচিকিৎসার শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে খ্যাত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে অপারেশন থিয়েটারে সিলগালা করলেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের আভিযানিক দল। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকের অপারেশন থিয়েটার ‘সিলড’ করা হয়। এরআগে ক্লিনিকটিতে এক সিজারিয়ান রোগীর মৃত্যু ঘটে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি-মঙ্গলবার দুপুরে ত্রুটিপূর্ণ অস্ত্রপচারের পর আরবপুরের শ্রাবণ ইসলামের স্ত্রী অনন্যা রহমান বৃষ্টির মৃত্যু হয়। তাৎক্ষণিক অভিযোগের প্রেক্ষিতে ও ছাত্র সমন্বয়ক, রোগীর আত্মীয়-স্বজন এবং সাংবাদিকদের উপস্থিতিতে দেশ ক্লিনিকে যান সিভিল সার্জন।

অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে অংশ নেন-সিভিল সার্জন অফিস যশোর’র ডাঃ মোঃ রেহেনেওয়াজ (এমওসিএস), কে এম সফিউর রহমান (এও), ইসরাইল হোসেন। অভিযানের সময় নানাবিধ ত্রুটি ও অব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন দেখতে পান আভিযানিক দলের কর্মকর্তারা। এক পর্যায়ে সিভিল সার্জনের নির্দেশে অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়

তবে ক্লিনিকটির একটি সূত্রের দাবি-চলতি সপ্তাহে অনন্যা রহমান বৃষ্টি নামে এক নারীর সিজারিয়ান হয় দেশ ক্লিনিকে। অপারেশনের পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ওই রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর রোগীর মৃত্যু হয়। ওই বেসরকারি হাসপাতাল থেকে জানানে হয়েছে রোগী দেশ ক্লিনিকে অপচিকিৎসার শিকার হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়-দেশ ক্লিনিক অপচিকিৎসার শীর্ষে রয়েছে। অন্যত্রে চাকরি পেলে চলে যাবো।

অভিযানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বাইরে যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কাউকেই পাওয়া যায়নি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝