মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাদীর পদত্যাগ ১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে-শহীদ আবু সাঈদের ভাই যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে ঝরে গেল দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জনের প্রাণ দিন-দুপুরে প্রাণ নিলো কৃষকের,হামলাকারীদের বাড়িঘরে ভাংচুর এবার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ,ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নতি সম্ভব না-অধ্যাপক নার্গিস বেগম অভয়নগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু দরজা ভেঙে ‘ধর্ষণ’ করে ফজর,ভিডিও করে তার ভাই মুরাদনগরের ধর্ষণকান্ডের আরও একটি ভিডিও ভাইরাল
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশকে ৫টি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

❒ বিশাল জনগোষ্ঠীর সুবিধার্থে ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে-লিখেছেন নিবন্ধে

প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:৪১:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-08_66ddb7c20ac45.JPG

❒ ফাইল ছবি:

বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধ লিখেন এম সাখাওয়াত হোসেন। যেটি রোববার (৮ সেপ্টেম্বর) দৈনিক প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে।


নিবন্ধে তিনি বলেন, ‌‌‘বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ।’

‘মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য-সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে,’ বলেন এম সাখাওয়াত।


বাংলাদেশের দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল এবং চিন্তাবিদরা। এ প্রসঙ্গে উপদেষ্টা তার নিবন্ধে বলেন, ‌‘এটি শুধু সময়ের দাবিই নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। উপমহাদেশ ও সার্ক দেশগুলোকেও যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখব, একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বিদ্যমান।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝