শিরোনাম |
সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে দেশব্যাপী 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এরআগে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গিয়ে অবরোধ করেন।
এসময় সড়কের দুই পাশে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এছাড়া মহাসড়কে শিক্ষার্থী গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন।
শিক্ষার্থীরা জানান, আমরা আন্দোলনের শুরুতে চারদফা দাবি নিয়ে আন্দোলন করলেও এখন আমাদের এক দফা দাবি, সব চাকরিতে ন্যূনতম কোটা বাস্তবায়ন করতে হবে। আমরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছি। আমরা শেষ পর্যন্ত আন্দোলন করবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।