শুক্রবার , ৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে শ্রমিক অধিকার পরিষদের ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় বারান্দিপাড়ার সেতুর বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের মামলা প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন কেশবপুরে বাইসাইকেলে বেজায় খুশি ৩৭ স্কুল শিক্ষার্থী স্বামীর সঙ্গে নববধূ যাচ্ছিলেন বাপের বাড়ি,একটি দুর্ঘটনা পাঠালো মর্গে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি চলছে (ভিডিও) যশোর শহরে মহিলা দলের সমাবেশে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান অমিতের আ’লীগকে নিষিদ্ধের দাবিতে দড়াটানায় সমাবেশ চলছে পারভেজ হত্যায় ফারিয়া হক টিনা রিমাণ্ডে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ১২:৫৩:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-07-09_668cdea30f964.JPG

❒ ফাইল ছবি:

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল বুধবার।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন।  আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য বেলা সাড়ে ১১টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন।  এর আগে, ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ।


সেদিন আপিল বিভাগ এ বিষয়ে শুনানি করেননি, ‘নট টুডে’ বলে আদেশ দেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে, সেভাবে থাকুক। রায় প্রকাশিত হলে আপনারা ‘লিভ টু আপিল’ দায়ের করুন। আমরা শুনব।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আন্দোলন হচ্ছে হোক। রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন?

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আপিল বিভাগে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় বহাল থাকবে।

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে, না কি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝