রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ স্বেচ্ছায় নিরুদ্দেশ নাকি অপহরণের শিকার-পরিবারে উদ্বেগ

কাজীপাড়ার বৃদ্ধ আফজাল নিখোঁজ,থানায় জিডি
প্রকাশ : রবিবার, ৩১ মার্চ , ২০২৪, ১১:১৫:০০ পিএম
:
Shornolota_2024-03-31_66099a97b25ac.jpeg

যশোর শহরের কাজীপাড়ার যাটোর্দ্ধ বৃদ্ধ আফজাল হোসেন গেলেন কোথায় ? প্রতিদিনের মতো শনিবার (৩০ মার্চ) তিনি বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি। তার ছেলে আক্তারুজ্জামান আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়েছেন কিন্তু কেউ তার বাবার সন্ধ্যান দিতে পারেনি। টানা দুদিন নিখোঁজ বাবাকে ফিরে পেতে কোতয়ালি থানায় একটি নিখোঁজের জিডি করেছেন। যার নম্বর-১৯২০/৩১। 

জিডিতে আক্তারুজ্জামান এসব তথ্য উল্লেখ করেছেন। একই সাথে তার বাবার খোঁজ পেলে ০১৭১২-২০২৫০১ নম্বরে জানাতে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। 

প্রশ্ন হলো তিনি গেলেন কোথায় ? স্বেচ্ছায় নিরুদ্দেশ হলেন নাকি কেউ তাকে অপহরণ করেছে-তা নিয়ে পরিবারটির সদস্যরা চরম উদ্বেগ-উৎকন্ঠায় পড়েছেন। 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝